ঘুঁটে কুড়ানীর ছেলে আর রাজার মেয়ে, অথবা রাজকুমার ও দরিদ্র কাঠুরের মেয়ের প্রেম আমরা ছোটবেলা থেকেই পড়ে এসেছি। কখনও বেশ আনন্দ পেয়েছি। নিজেকে দরিদ্র পরিবারের ছেলে মেনে নিয়ে ধনীর দুলালীকে জীবনে কল্পনা করিনি এমনই নয়। এই গল্পগুলোর মাজেজা হচ্ছে সমাজে মানুষের শ্রেণীভেদ আছে এবং থাকবে। মাঝে মধ্যে এর দূরত্বকে কমিয়ে আনার জন্য ভালবাসা নামক ট্রাম্প কার্ড ব্যবহার করা। ভালবাসা বা প্রেমে পড়তে চায় না এমন মানুষ পাওয়া দুষ্কর। এটার অপার্থিব অনুভুতির শৃঙ্খলে সবাই বন্দী হতে চায়। আমিও! এখনও!
তিনদিন ধরে জ্বরে ভুগছি। ডেঙ্গুর প্রায় মহামারি কাল চলছে। সুতরাং বুকের মাঝে ঢিব ঢিব লেগেই আছে। অলস জ্বরময় সময় কাটানোর একমাত্র পথ সিনেমা দেখা। যেই চিন্তা সেই কাজ। জ্বর শরীরে একশন সিনেমা দেখতে ইচ্ছে করলো না। রোমান্টিক মুভি হয়ত জলপট্টির কাজ করতে পারে। Love in the Air নামক ছবিটা দিয়েই শুরু হল জল থেরাপি।
খুবই সাদামাটা গল্প। রাজাপ্রজার অনুপস্থিতিতে করপোরেট মিলিনিওয়ার এবং তার অধীনস্থ কর্মীর প্রেম। বাবার কথামত ফুলারটন এয়ারওয়েজের কার্যক্রম বন্ধ করতে লন্ডন ছেড়ে অস্ট্রেলিয়া এসেছে ছেলে উইলিয়াম। ডানা (পাইলট), তার বাবা আর একজন নারী মেকানিক ও একটি প্লেন নিয়েই এদের কার্যক্রম। লাভজনক নয়, তাই কার্যক্রম বন্ধের পায়তারা। উইলিয়াম হান্ডসাম। ডানাও সুন্দরী তবে প্লেন উড়ানো ছাড়া প্রেম ভালবাসায় কোন আগ্রহ নেই।
অসম সমাজে প্রেমের শুরু হয় ধাক্কা দিয়ে। বাংলা গল্পে এই ধাক্কা দেবার জন্য নানী বা দাদীবুড়ি ছিল। এখানেও বিশাল দেহের মেকানিক ডানাকে একধরণের ধাক্কা দিচ্ছিল। অবশেষে প্লেনে করে সাপ্লাই সরবরাহের সময় প্লেন নষ্ট হয়ে রাম ধাক্কা লাগলো। এছাড়া লন্ডনের চাকচিক্যময় পরিবেশ সমুদ্রের পাশে ছোট-শহরের শালীনতা, প্রকৃতি উইলীয়ামকে প্রেমে বাধ্য করে। টুইষ্ট না থাকলে তো গল্প হবে না। উইলিয়াম যে কার্যক্রম বন্ধ করার জন্য এসেছে এটা ফাঁস হয়ে গেল। রামধাক্কায় ফেবিকল ছিল না। প্রেমের রজ্জু আলগা হয়ে গেল।
এবার প্রাকৃতিক দুর্যোগ আরেকবার ধাক্কা দিল। দুর্যোগে আক্রান্ত মানুষের সেবা করতে গিয়ে প্রেম আবারও জোড়া লাগে। কিন্তু বিধিবাম! উইলিয়ামের বাবা লন্ডন থেকে সরাসরি কার্যক্রম বন্ধ করে দেয়। বিশ্বাস অবিশ্বাসের দোলাচলে উইলিয়াম ফিরে যায়। ডানাও তার মায়ের স্মৃতিবিজরিত এয়ারওয়েজের কার্যক্রম চালু রাখার সংকল্প নিয়ে লন্ডনের পথে উড়াল দেয়। যথারীতি হিন্দি বা বাংলা ছবির মক সকল বাধা পেরিয়ে নাটকীয়ভাবে বোর্ডমিটিং এ ঢুকে পড়ে। কর্তাব্যক্তি রাজী না হলে, উইলিয়াম রাজা অষ্টম এডওয়ার্ডের মত সিংহাসন ত্যাগের হুমকি দেয়। তারপর সুখের কথা কি আর বলতে হবে……..। আমিও ধাক্কার অপেক্ষা করি…