জীবনভগ্নাংশ-২

উঠতে গিয়েই চোখে পড়লো লতা-পাতা জড়ানো ভালবাসা মাখা হাতে রিক্সার হ্যান্ডল । একটু ধাক্কাও খেলাম অন্তরে। ক’দিন আগে ভালবাসার অলিগলিতে বর্তমান মানুষের বিচরনের বিচিত্রিতা নিয়ে কিছু লিখেছিলাম। সেখানে চলামান ভালবাসার প্রতি কটাক্ষ ছিল। লতাপাতায় জড়ানো এই ছবিটি আমাকে কিছুটা বৃদ্ধাগুলি দেখালো।

আমাদের বর্তমান প্রজন্মের ভালবাসার গতি-প্রকৃতির হয়ত তেমন ত্রুটি নেই। এটা বোধহয় সামাজিক অবস্থার পরিপ্রেক্ষিতেই তৈরি হয়েছে। সমাজে ধীরে ধিরে মহৎ সাহিত্য, দর্শন, শিল্পকলা, বা বৈজ্ঞানিক চিন্তা, কল্যাণমূখী রাজনীতিক ভাবনা কমে আসছে। হয়ত আছে আছে কিন্তু রসাস্বাদন করার মানুষ নাই। ফলে ধীরে ধীরে, প্রজন্ম থেকে প্রজন্মে মহিমাময় কর্মকান্ড লুপ্ত হচ্ছে। লুপ্ত হচ্ছে ভালবাসার প্রকৃত রূপ।

একটা লুপ্ত হলে আরেকটা বেড়ে যাবে এটাই প্রকৃতির নিয়ম। আমাদের বিশ্ববিদ্যালয়, স্কুলকলেজ, শিক্ষা ব্যবস্থা, আর রাজনৈতিক অঙ্গনের দিকে তাকালেই পরিবর্তনের প্রকটতা দেখা যায়। আমার ধারনা, বর্তমানে সবচেয়ে বিক্রিত বই হচ্ছে বিসিএস গাইড। এছাড়া এলেন মাক্স বা জ্যাক মা’দের ধনী হয়ে উঠার বইয়ের ছড়াছড়ি। হুড়াহুড়ি লেগে গেছে বিসিএস অফিসার বা ধনী হবার শর্টকাট রাস্তায়। উন্নত দেশের বিশ্ববিদ্যালয়ে ভর্ত্তির মেলায় মেলায় অভিজাত হোটেলগুলোর পোয়াবারো। জন্ম নিচ্ছে কদর্যতা, কপটতা, প্রতারণার বেড়াজাল। ভালবাসা, মহত্ব, শ্রদ্ধাবোধ পদদলিত হবে, এটা আর বিচিত্র কি? প্রাকৃতিক ডোয়ার্ফিজম ও জাইগান্টিজম এর ভিন্নতর প্রকাশ ঘটছে আমাদের সমাজে।

এতকিছুর মাঝেও বেঁচে আছে আকলিমা মজনুরা। এটাই আশার কথা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top